প্রকাশিত: Mon, Jul 10, 2023 10:17 PM আপডেট: Mon, Jan 26, 2026 8:57 AM
[১]যুগপৎ আন্দোলনে জাতির সামনে একটা বার্তা দেওয়ার সময় এসেছে: আমির খসরু
শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা দেশের মানুষকে নিয়ে আন্দোলন করছি। বিদেশি সমর্থন বলতে যারা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে, তারাই বাংলাদেশকে কূটনৈতিক ভাবে পর্যবেক্ষণ করছে।
[৩] সোমবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খসরু এ কথা বলেন।
[৪] তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে আন্দোলনে নেমেছি। যারা এই আন্দোলনকে সমর্থন করছে স্বাভাবিকভাবে তারাই গণতন্ত্রের পক্ষে। আর গণতন্ত্রের বিপক্ষে যারা তাদেরকে বাংলাদেশের জনগণের মুখোমুখি হতে হবে। কিন্তু তাদের এই সক্ষমতা নেই জনগণের মুখোমুখি হওয়ার। এবারের আন্দোলনে জনগণ বিজয়ী হবে।
[৫] খসরু বলেন, আমরা তড়াহুড়া নয়। আমরা যথেষ্ট সময় নিয়েছি। যুগপৎ আন্দোলনের কনসেপ্ট থেকে যথেষ্ট আলাপ আলোচনার মধ্য দিয়ে একমতের জায়গায় এসেছি। যুগপৎ আন্দোলনের সাথে আরো যারা আছে তারা একইভাবেই ঘোষণা দেবে। এই আন্দোলন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে আগামী দিনগুলোতে আমরা আন্দোলনে যৌথভাবে এগিয়ে যাব। আগামী ১২ তারিখ যৌথ ঘোষণা দেবো, এ বিষয়ে আমরা একমত হয়েছি।
[৬] বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অনেক চড়াই উৎরায় পেরিয়ে আমরা আজ এ পর্যন্ত এসেছি। বাংলাদেশ এখন পরির্বতেনর দ্বার প্রান্তে। অবশেষে আমরা একটি যৌথ ঘোষণা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করার জন্য আমরা আন্দোলনে যারা রাজপথে রয়েছে সকলেই স্ব স্ব জায়গা থেকে যৌথ ঘোষণা দেশবাসীর সামনে উপস্থাপন করব।
[৭] তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে একটি রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে এবং সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে এই দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পাবে।
[৮] সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক অফিসে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
[৯] গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবংবিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি